উড়ো-খৈ গোবিন্দায় নমঃ


গোপাল একদিন এক ধামা খৈ নিয়ে ‍বাড়ি ফিরছিল, হঠাৎ দমকা ঝড় আসায় কিছু খৈ, ধামা থেকে উড়ে গেল। গোপাল তখন ওই দিকে তাকিয়ে বলতে লাগলো গোবিন্দায় নমঃ উড়ো খৈ গোবিন্দায় নমঃ।
পাশ থেকে এক ভদ্রলোক গোপালের কান্ড কারখানা দেখে বললে, খোকা তোমার যা বুদ্ধি দেখছি, তোমাকে যদি এখানকার মাটিতে পুতে ফেলা হয়- তুমি আর এক জায়গায় মাটি ফুড়ে বেরুবে এতে কোন সন্দেহ নেই। কি বল খোকা?
গোপাল সঙ্গে সঙ্গে উত্তর দিল, গোবিন্দের যেমন ইচ্ছা। তাঁরই ইচ্ছায় তিনি ধামার খৈ উড়িয়ে সেবা গ্রহণ করেন–লোক প্রাণভরে ধামায় খই দেয় না বলে, তেমনই তার কৃপা হলে মাটিতে পোঁতা বীজই তো গজিয়ে মাথা ছাপিয়ে যায়।

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi