তারকা রস


 স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি, প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ। ২৯ বছর বয়সে এত কিছুর পর নায়িকা ও গায়িকা জেসিকা সিম্পসন হাঁপিয়ে উঠেছেন। তাই বলে বিয়ের ভূত মাথা থেকে নামেনি এখনো। মনে মনে পাত্রের সন্ধানে আছেন। এবার আর রুই-কাতলা নয়, অতি সাধারণ কাউকে জীবনসঙ্গী করতে চাইছেন। সেই মানুষটি একজন ডাক্তার বা পাঁচক (শেফ) হলেও আপত্তি নেই জেসিকার। মোটের ওপর বড় মানুষে ঘেন্না ধরে গেছে তাঁর। এখন এমন কাউকে চান, যিনি একাধারে তাঁকে ও তাঁর মাকেও দেখাশোনা করবেন। এহেন বক্তব্যে অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে—জেসিকা জামাই, নাকি ঘরজামাই চাইছেন?

 টিভি অভিনেত্রী কেরি ক্যাটোনার দিনটাই মাটি হয়ে গেল। গিয়েছিলেন সাফারি পার্কে। পরমানন্দে ঘুরে ঘুরে জন্তু-জানোয়ার দেখছেন। বলা নেই কওয়া নেই হুড়মুড় করে বৃষ্টি নামল। আড়াল নিতে একটা গাছের নিচে দাঁড়ালেন। কিন্তু একি! বৃষ্টির পানিতে এমন বোঁটকা গন্ধ কেন! সন্দেহ হলো, ওপরে তাকালেন। দুটি ব্যাবুন তাঁর দিকে দাঁত কেলিয়ে আছে। নিমেষেই ব্যাপারটা ধরে ফেললেন। ভয়ে দৌড়ঝাঁপ জুড়ে দিলেন কেরি। দৌড়ে একবার এ গাছের নিচে যান তো আরেকবার ওই গাছের তলে। কিন্তু ওপর থেকে পানিপড়া থামছে না। শেষমেশ নিজের গাড়িতে এসে আশ্রয় নিলেন। কয়েক সেকেন্ড পর দেখা গেল, জানালার কাচ বেয়ে পানির ধারা নামছে। ব্যাবুন দুটি জলবিয়োগ করছে।

ভাষান্তর: আবুল হাসনাত


Comments

Popular posts from this blog