সুনয়না ছায়ামানবী




মাঝরাতে ছায়ামানব রাতপ্রহরী আমি

ঘুমিয়ে বন্ধু আমার একান্তে হৃদয়ে

আকাশের নীল মুছে রুপালি আলো

বন্ধুগল্পে স্বপ্নমাঝে প্রদীপ তুমি জালো

যদি মেঘলা ক্ষণে আকাশের জলে

কোনো অবলা আখিজল ঝরে,

ও আমার অভিমানী কিছু অনুভুতি

জীবন থেকে হারিয়ে যেয়েও ফিরে আসে


যদি কখনো একাকী সময় কাটে

বুঝে নিও আমার অধ্যায় নিঃসঙ্গ

ইচ্ছেঘুড়ি এলোমেলো দুরে কোথাও

কোন সে সুনয়না আমায় ভালোবেসে

দুঃখের প্রহরে সুখের ছোয়ায়

বিষন্ন হৃদয়ে এক মুহূর্ত স্পর্শে

আকাশনীলা তারার মেলায় তুমি

চিরন্তন ছায়ামানবী তুমি

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi