সাভারে বাণিজ্যিকভাবে কবুতর পালন করে ব্যাপক সাড়া জাগিয়েছে এলাকার তরুণ-যুবকসহ সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ। মাত্র হাজার টাকা পুঁজি নিয়ে দু’তিন জোড়া কবুতর পালন শুরু করলেও অল্প দিনের ব্যবধানে অনেকেই গড়ে তুলেছেন লাখ টাকার খামার। বেকারত্ব ঘুচাতে অনেকেই বাণিজ্যিক ভিত্তিতে কবুতরের খামার স্থাপন করে স্বাবলম্বী। ম্যাগপাই, বুডারবল, কৃষ্ণা, লক্ষ্যা, জগভিন, নান, বাগদাদী, রেইন, লালসিরাজী, সিলভার সিরাজী, জেকভিন, সাটিং, গ্রীবাজ, হোমাসহ নানা রং আর জাতের মূল্যবান কবুতর কেনা-বেচায় সপ্তাহে দু’দিন সাভার বাজারে বসে কবুতরের হাট। হাটে কবুতর খামারীদের বেশ সমাগম হয়। আর লেনদেন হয় বেশ কয়েক লাখ টাকার। সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন জয়নাবাড়ী মহল্লায় স্বচ্ছল ব্যক্তি জয়নাল আবেদীন। মত্স্য চাষ ও নার্সারির পাশাপাশি তিনি বাণিজ্যিক ভিত্তিতে পালন করছেন কবুতর। বাড়ীর চার তলার ছাদে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে তিনি গড়ে তুলেছেন কবুতর খামার। তার খামারে রয়েছে ম্যাগপাই, বুডারবল, কৃষ্ণা, লক্ষ্যা, জগভিন, নান, বাগদাদী, রেইন, লালসিরাজী, সিলভার সিরাজী, জেকভিন, স...